Thursday, November 6, 2025

১০টি কেন্দ্রে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তিঃ দাবি করেছেন অ্যাড. সেতারা খাতুন।

যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রের ভোট বাতিলের দাবি করেছেন, হাঁস প্রতীকের পদপ্রার্থী অ্যাড. সেতারা খাতুন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এ লিখিত অভিযোগ জমা দেন।লিখিত অভিযোগে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, নূতন খয়েরতলা মধ্যমিক বিদ্যালয়, নূতন খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনি ইনস্টিটিউট, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০ ভোটকেন্দ্রে কলস প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা একধিক জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভরেছে। এমন পরিস্থিতিতে তিনি জাল ভোটের মাধ্যমে তাকে পরাজিত করার আশঙ্কা করছেন। অভিযোগ আমলে নিয়ে উপরক্ত কেন্দ্রগুলোর ভোট বাতিল করে পুনঃনির্বাচনের জন্যে আবেদন জানিয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর