Thursday, November 6, 2025

স্বাস্থ্য বিধি মেনেই শেষ হলো যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন

স্বাস্থ্য বিধি মেনেই শেষ হলো যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ।

বৃহস্পতিবার ১০ডিসেম্ভর সকল নয়টা থেকে কেন্দ্রে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনেই ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত চলে।উক্ত ভোট গ্রহণ সরোজমিনে পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয়।এসময় পুলিশ সুপার মহোদয় বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মসূচি পরিদর্শন করেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।তিনি আরো বলেন আমাদের কাজ হলো ভোট কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করা।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, জনাব সৈয়দ আল মামুন, অফিসার ইনচার্জ, বাঘারপাড়া থানা, যশোর সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকতাগণ।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর