Thursday, November 6, 2025

ঝিকরগাছায় হাতুড়ি পেটায় বিএনপি নেতার মৃত্যু

যশোরের ঝিকরগাছায় হাতুড়ি পেটায় আহত বিএনপি নেতা রবিউল ইসলামের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।সূত্র জানায়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় লাউজানী বাজারে পূর্ব শত্রুতার জের ধরে মৃত সিরাজ মিয়ার ছেলে আমিনুর রহমান কটা হাতুড়ি দিয়ে পিছন থেকে সজোরে আঘাত করলে বিএনপি নেতা রবিউল ইসলাম মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৩ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।এদিকে, তার হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিতৃতি জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর