বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে বিএনপির প্রার্থী শামসুর রহমান আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রাতেই আওয়ামী লীগের লোকজন ভোট কেটে নিয়েছেন বলে অভিযোগ করে বৃহস্পতিবার বেলা দেড়টায় আনুষ্ঠানিক ভাবে তারা বর্জনের ঘোষণা দেন। প্রধান নির্বাচনী এজেন্ট বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ স্বিদ্ধান্ত জানান।এ সময় তিনি সাংবাদিকদের বলেন বিভিন্ন কেন্দ্রে তিনি ঘুরেছেন এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে অপমানিত করেছেন এবং কেন্দ্র পরিদর্শনেরও সুযোগ দেননি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, যুবদলের সভাপতি একলাস হোসেন, যুবদল নেতা আবু হুরাইরা, মোজাফফর হোসেন প্রমুখ।
এরআগে সকাল ৯টা ৪৫ মিনিটে বিএনপির প্রার্থী শামসুর রহমান মোবাইল ফোনে রাতদিন নিউজকে ভোট বর্জনের বিষয় নিশ্চিত করেন।
বাঘারপাড়া প্রতিনিধি






