Wednesday, November 5, 2025

যশোরে বিএনপি থেকে ৮৭ জনের আ.লীগে যোগদান

যশোর সদর উপজেলার ইছালী  ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৮৭  জন বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালায়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।যশোর -৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আয়ুব হোসেনের হাতধরে ৮৭  জন বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের হাতে ফুলের তোড়া দেয়া হয়। সদ্য যোগদানকারীদের পক্ষে ইছালী মাধ্যমিক বিদ্যালায়ের প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামান প্রতীকী নৌকা ও ফুলের তোড়া তুলে দেন। পরে সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারিদের হাতে রজনীগন্ধা তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহাবুবুর রহমান মৃদুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও ইছালী  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন, ইছালী ইউপি  আ.লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মুস্তাফিজুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন খান, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান, যুবলীগের সদর উপজেলার সাবেক সভাপতি বাবলুর রহমান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা  নুরুল হক বীর বিক্রম, শহর আওয়ামী লীগের নেতা কামাল হোসেন, যুবলীগের জেলা নেতা কেরামত আলী,ইছালী ইউনিয়ন পরিষদ সদস্য  ইনসার আলী ও কওছার আলীসহ নেতৃবৃন্দ।

রাতদিন নিউজ:

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!