যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুধু তাই নয়, দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। এই বিজয়ে গর্বিত তার স্বামী ডগ এমহোফ।বিজয়ের আনন্দে স্ত্রী কমলা হ্যারিসকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন টুইটারে। তাতে মাত্র একটি লাইন লিখেন- ‘সো প্রাউড অব ইউ।’ অর্থাৎ আমি তোমাকে নিয়ে গর্বিত।কমলার বাবা ডোনাল্ড হ্যারিস একজন জ্যামাইকান। আর তার মা ক্যান্সার গবেষক শ্যামলা গোপালান, ভারতীয় এক কূটনীতিকের মেয়ে।কমলা হ্যারিস এই দম্পতির প্রথম সন্তান। তার জন্ম ওকল্যান্ডে, ১৯৬৪ সালের ২০ অক্টোবর। কমলার নামের শেষাংশ বাবার কাছ থেকে নেওয়া। আর প্রথম অংশ মায়ের দেওয়া।৭ বছর বয়সে হ্যারিসের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে শ্যামলার সংগ্রামী জীবন শুরু হয় বার্কলের একটি হলুদ ডুপ্লেক্স ভবনের উপরের তলায়।যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর কমলা হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। ১৯৯০ সালে তিনি ওকল্যান্ডে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০১৪ সালে পুননির্বাচিত হন।






