Wednesday, November 5, 2025

জো বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।আজ রোববার এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রসঙ্গত, টানা চারদিনের অপেক্ষা ও নানা ধরনের নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার জয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ২০২১ সালের ২০ জানুয়ারি শপথের পর দায়িত্ব নেবেন জো বাইডেন। এর মাধ্যমে প্রথম মেয়াদেই হোয়াইট হাউজে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে যাচ্ছেন ৭৭ বছর বয়সী বাইডেন।উল্লেখ্য, ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কাউন্সিলম্যান থেকে শুরু কোরে সিনেটরের দায়িত্বও পালন করেছেন বাইডেন। সিনেটের বিচার কমিটিতেও প্রতিষ্ঠিত করেন নিজেকে।সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।  প্রবীণ এই রাজনীতিবিদ ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও বারবারই ঘুরে দাঁড়িয়েছেন অদম্য শক্তিতে।যুক্তরাষ্ট্রের ৪৭ তম ভাইস প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেনের জন্ম ১৯৪২ সালে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যান্টন শহরে। বেড়ে ওঠা ডেলাওয়ারের উইলমিংটনে।  বাবা জোসেফ রবিনেট বাইডেন ব্যবসায়ী আর মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান গৃহিনী। জো বাইডেন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন ডেলাওয়ার ইউনিভার্সিটিতে। আর আইনে স্নাতকোত্তর করেন সাইরাকিউজ ইউনিভার্সিটি থেকে। ১৯৬৬ সালে বিয়ে করেন নেইলিয়া হান্টারকে।১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে সিনেটর হন বাইডেন। শপথ নেয়ার কিছু দিন আগে স্ত্রী নেইলিয়া এবং মেয়ে ন্যাওমি সড়ক দুর্ঘটনায় মারা যান। গুরুতর আহত হন দুই ছেলে বো এবং হান্টার বাইডেন। এ ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েন বাইডেন। সিনেটরের দায়িত্ব নেবেন না বলেও ভাবেন।  কিন্তু দলের অনুরোধে শপথ নেন ছেলে বো বাইডেনের হাসপাতালের কেবিন থেকে। ১৯৭৭ সালে আবার বিয়ে করেন বর্তমান স্ত্রী জিল ট্রেসি জেকবকে।ডেলাওয়ার থেকে মোট ৬ বার সিনেটর নির্বাচিত হন জো।  সিনেটের বিচার কমিটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।  নারীর বিরুদ্ধে সহিংসতা আইনসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আইন প্রণয়ন করেন তিনি।  ১৯৮৭ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থি হন।  এক নির্বাচনি বক্তৃতায় অন্যের লেখা চুরির অভিযোগ উঠলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।২০০৭ সালে আবার নির্বাচনে দাঁড়ান।  সেবার বারাক ওবামা প্রেসিডেন্ট হন এবং রানিংমেট হিসেবে বেছে নেন বাইডেনকে।  ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।অন্যদিকে, কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন। ২০১৯ সালের জানুয়ারিতে আত্মজীবনীমূলক বই ‘দ্য ট্রুথস উই হোল্ড: অ্যান আমেরিকান জার্নি’ প্রকাশিত হওয়ার কিছু দিন পরই হ্যারিস ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।মনোনয়ন লড়াইয়ের শুরুর দিকে হ্যারিসকে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং ম্যাসাচুসেটসের সেনেটর এলিজাবেথ ওয়ারেনের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল।এক বিতর্কে বাইডেনকে অতীতের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং সম্প্রদায়গত বিভিন্ন ইস্যুতে নাজেহাল করেও ছেড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই নারী। তবে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন।৫৫ বছর বয়সী কমলা হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারের গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে ডেমোক্রেটিক দলের জনপ্রিয়তা বাড়ে।সিএনএন জানায়, গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

অনলাইন ডেস্কঃ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর