Saturday, December 6, 2025

তরুণ সাদ্দাম হোসেন অনলাইনে কোটিপতি

নড়াইল প্রতিনিধি: গ্রামের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) অনলাইনে কাজ করে কোটিপতি হয়েছেন। তিনি একজন সফল ফ্রিল্যান্সার ও ইউটিউবার। তার সাফল্যের গল্প হতাশাগ্রস্থ বেকার যুবকদের অনুপ্রেরণা যোগাচ্ছে।

সাদ্দাম হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার দুই নম্বর কয়রা গ্রামের এম. আব্দুস সাত্তার ও সায়রা বেগম দম্পতির ছোট ছেলে। তিনি উচ্চশিক্ষার সুযোগ না পেলেও অনলাইন প্লাটফর্মে সফল মানুষ।

সাদ্দাম হোসেন তার সফলতার গল্প বলতে গিয়ে বলেন, জীবন সংগ্রামে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছি। তবে হাল ছাড়িনি। অনেক কষ্টের মাঝেও সফলতার মুখ দেখেছি। এসআর থেকে শুরু করে সিকিউরিটি গার্ড এবং রাজমিস্ত্রির কাজ করেছি। তবে পরিশ্রম অনুযায়ী বেতন পাইনি। তাই অনলাইন মাধ্যম বেছে নিয়েছি। অবশেষে সফলও হয়েছি।

সাদ্দাম হোসেন ২০১৩ সাল থেকে অনলাইনে কাজ শুরু করেন। প্রথমে ওয়েব ডিজাইন দিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেজসহ ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ধরণের কাজ করেন। সবমিলে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় হচ্ছে। তবে ২০১৮ সালে এক মাসে ১৮ লাখ পর্যন্ত আয়ের রেকর্ড আছে। সম্প্রতি ‘বিগাজু’ ওয়েবসাইট করে অনলাইনে পণ্য বেচাকেনার প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া ফ্রিল্যান্সিংয়ের জন্যও তৈরি করেছেন-https://freelancingit.com ওয়েবসাইট।

অনলাইনের আয়ের ওপর নির্ভর করেই নড়াইল উপশহর সংলগ্ন দলজিতপুর মৌজায় পাঁচ শতক জমির ওপর একতলা পাকাবাড়ি, সাড়ে তিন শতক জমিতে মার্কেটসহ ১২৬ শতক চাষাবাদের জমি কিনেছেন সাদ্দাম হোসেন। সবমিলে জিরো থেকে কোটিপতি হয়েছেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, আমি চাই তরুণরা অনলাইনে কাজ করে সফল হোক। তাদের জন্য আমি বিনামূল্যে ক্লাস নিচ্ছি। আমি আশা করি, আমার সাফল্যের গল্প তাদের অনুপ্রাণিত করবে।

সাদ্দাম হোসেনের সাফল্যের গল্প এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার তরুণ ও বেকার যুবকরা তাকে অনুসরণ করে অনলাইনে কাজ শুরু করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর