Monday, May 6, 2024

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা

- Advertisement -

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী রিচি খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী। বুধবার যশোর সদরের তালবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে রকি হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। রিচি খাতুন শালিয়াট গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৩ আগস্ট রকি হোসেন রিচি খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় রিচি খাতুনকে গলার হার, হাতের বালা, কানের দুল, আংটি দেয় হয়। কিছুদিন সংসার করার শাশুড়ির কুপরামর্শে রিচি খাতুন তার নামে দুই বিঘা জমি লিখে দেয়ার জন্য তার স্বামীর উপর চাপ দিতে থাকে। একপর্যায়ে রিচির অত্যাচারে সংসারে চরম অশান্তি শুরু হয়। গত ২০ জানুয়ারি রকির শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসেন। এ দিন তার শাশুড়ি মেয়ের নামে জমি লিখে না দিলে সংসার করবেনা বলে রিচিকে নিয়ে যেতে চাই। বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় রিচি খাতুন ও তার মা যাবতীয় গহনা, সংসারের মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। রিচি খাতুনকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত