Sunday, May 19, 2024

যশোর শহরের শংকরপুর থেকে ককটেল উদ্ধারের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী জিসান আটক

- Advertisement -

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ছয়টি ককটেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী আশ্রমরোডের ইছামীর ও শংকরপুরের জিসান ওরফে ভাগ্নে জিসানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাতে মুড়লি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল মধ্যরাতে তাদের কাছে খবর আসে শংকরপুর চোপদারপাড়া এলাকায় একদল সন্ত্রাসী বিভিন্ন দেশি অস্ত্র ও বোমা নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচজনের ইছামীরসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই জয়ন্ত সরকার। অন্য আসামিরা হলেন, আসামিরা হলেন গাড়োয়ানপট্টির নুরুর ছেলে রাকিব, হাজারীগেটের মিন্টুর ছেলে তানভীর, কালিতলার কালু বাবুর ছেলে নিরব দেবনাথ ও শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আলী হোসেনের ছেলে আসিফ। এছাড়াও এ মামলায় আরও ৮/১০জনকে আসামি করা হয়। তদন্তে উঠে আসে জিসানও এ ঘটনার সাথে জড়িত ছিলেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত