Saturday, May 18, 2024

যশোরের চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজার বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

- Advertisement -

যশোরের চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেন। আসামি পিচ্চি রাজা শহরের রেলগেট পটশ্চিমপাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।
তদন্ত সূত্রে জানা গেছে, আসামি পিচ্চি রাজা এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী। হত্যা ও ডাকাতিসহ অন্তত দুই ডজন মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। পূর্ব পরিকল্পনা অনুযায়ি গত ৮ মার্চ রাতে এলাকার চিহ্নিত আরেক সন Í্রাসী ৩১ মামলার আসামি রমজান আলীকে কুপিয়ে হত্যা কওে পিচ্চি রাজা ও তার সহযোগিরা। এই ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে থাকে রাজা। এরই মধ্যে গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব ক্যাম্প যশোরের সদস্যরা শার্শা উপজেলার দাদপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে রাজা জানায় তার দখলীয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র আছে। রাজাকে নিয়ে যশোরে এসে রেলগেট পশ্চিম পাড়ার চোরমারা দিঘিরপাড় এলাকার একটি কচু খেতের মধ্যে থেকে রাজার দেখানো মতে একটি পিস্তল, একটি ওয়ানস্যুটারগান, চার রাউন্ড গুলি ছোরা ও চাকুসহ বেমি কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় র‌্যাবের ডিএডি শহিদুল ইসলাম তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত