Monday, May 6, 2024

চৌগাছা উপজেলা নির্বাচনে চাচা-ভাতিজাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ আগামী ২১ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ড.মোস্তানিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যনা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং এসএম হাবিবুর রহমানের ভাতিজা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, সাবেক চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেতা শামিম রেজা ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান। মহিলা ভাইম চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, নাছিমা খানম,কামরুন্ননাহার শাহীন , সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও রিপা খাতুন। উপজেলার পুরুষ ভোটার সংখ্যা ১০১০৬৫,মহিলা ভোটার সংখ্যা ৯৮৩৬৮,মোট ভোটার সংখ্যা – ১৯৯৪৪৩৩। ভোট কেন্দ্রের সংখ্যা -৮১,মোট বুতের সংখ্যা -৫৭৮। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা তথ্য নিশ্চিত করে বলেন , তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত