Monday, May 6, 2024

অসহায়-দুস্থদের মাঝে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ ‘হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছার অন্যতম  অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চৌগাছা ব্লাড ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে এবারও শতাধিক অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। শনিবার (০৬ এপ্রিল) দুপুর থেকেই এ ঈদসামগ্রী বিতরনী কাজ আরম্ভ করেন সংগঠনের নেতৃবৃন্দ।  তারা জানান, নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে প্রতিবারের ন্যায় এবারও ঈদসামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছে চৌগাছা ব্লাড ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এদিন সকালে বাজার করার পর দুপুর থেকেই পৌর এলাকার কিছু অংশে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে উপস্থিত হয়ে গরীব ও অসহায়দের নিকট এই ঈদসামগ্রী পৌছে দেয় তারা।  এসময় চৌগাছা ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি আবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক তসলিম মিয়া, মনজিল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক মুজিবুল ইসলাম, সহ-রক্ত বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, চাঁন মিয়া, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক তুষার হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক ফাহিম হাসান অভি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাসিবুল হোসেনসহ নির্বাহী সদস্য শহিদ হাসান, আরোহী ও  কপোতাক্ষী ক্লিনিকের ল্যাব প্যাথলজিস্ট আব্দুর রহিম উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, ২০২১ সালের মে মাস থেকে ২১ জনের একদল উদ্যমী মানুষের হাত ধরে শুরু হওয়া এ সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে রক্তদানসহ বিভিন্ন সেবামূলক সামাজিক কর্মকান্ডে এগিয়ে চলেছে। ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন, বিপদের সময় ভুক্তভোগিদের সময়মত রক্তদান, উপজেলাব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতকালীন শীতবস্ত্র বিতরন, মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে অর্থ সহায়তা ও বই বিতরন, চারা বৃক্ষ বিতরণ, অসহায় রোগীদেরকে অর্থ ও চিকিৎসা সহায়তা দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে আলোচনার শীর্ষে এ সংগঠনটি।

রাতদিন ডেক্স/জয়-৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত