Thursday, May 9, 2024

তাইওয়ানে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ‘ধসে’ পড়েছে দুটি ভবন

- Advertisement -

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

তাইওয়ানের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পে হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। কয়েকজন ব্যক্তি আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে তাঁদের কাছে এর বেশি তথ্য নেই।

অবশ্য তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা টেলিভিশনে দেওয়া ব্রিফিংয়ে বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে গেছে, নয়তো ধসে পড়েছে। তবে কোথায় কোথায় ভবন হেলে পড়া ও ধসে পড়ার ঘটনা ঘটেছে, তা তারা জানায়নি।

তাইওয়ানে ভূমিকম্পের পরপর সুনামির আশঙ্কায় যে সতর্কতা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত