Monday, May 6, 2024

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভারতীয় ব্যাটার

- Advertisement -

ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য দিন দিন বাড়ছে। তবে এক ওভারের সবকটা বলে ছক্কা হাঁকানো সহজ কথা নয়। এবার সেই কাজটাই করে দেখিয়েছেন অভিজিৎ প্রবীণ। ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

তিরুঅনন্তপুরমে অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্টে এমন কীর্তি গড়লেন অভিজিৎ। লেগ স্পিনার জো ফ্রান্সিসকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচের ২১তম ওভারে এই ঘটনা ঘটে। তখন ৬৯ রান নিয়ে ব্যাট করছিলেন অভিজিৎ।

সেই ওভারের প্রথম দুইটি বল লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান অভিজিৎ। তৃতীয় বলটি ডিপ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দু’টি ছক্কা হাঁকান লং অন বাউন্ডারির দিকে। ওভারের সব থেকে লম্বা ছক্কাটি ছিল ১০৫ মিটার।

শেষ পর্যন্ত ১০টি ছক্কা ও দুইটি চারে ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন অভিজিৎ। তার দলও ম্যাচ জিতেছে ১০৬ রানের ব্যবধানে। তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় ও ভামশি কৃষ্ণা এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর স্বাদ পেয়েছেন।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত