দেখা হবে না কুয়াশার চাদর মাখা, শিশির ভেজা সকাল। হলুদ পাতা ঝরে, নতুন সবুজের আগমন, শিমুল পলাশ রং ছড়িয়েছে চারদিক। রং তুলিতে আঁকা, এ যেনো সৃষ্টির এক অপরূপ খেলা। সে জানান দিয়েছে সে আসছে, তার মধু মাখা কন্ঠে ডেকে চলেছে অবিরত। কুহ! কুহ! কুহ! নতুন পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সোনালি আমের বোল। সোনালী রোদ্দুর আর আমের বোলের সুগন্ধি ছড়িয়ে পড়েছে প্রতি বাড়ির অন্দরে। আহা! কি মিষ্টি মধু,রং, রূপ এ যেনো এক স্বর্গীয় সুখ।
লেখক
জেসিনা মূর্শিদ