Saturday, April 27, 2024

নড়াইলে অধ্যক্ষের গলায় জুতার মালা দেয়ার প্রতিবাদে ৬ জুলাই বাম জোটের দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার প্রতিবাদে আগামী ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।  বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নড়াইল রেডক্রিসেন্ট সোসাইটি ভবন মিলনায়তনে সুধী সমাবেশে এ ঘোষণা দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন-বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা রণজিৎ চ্যাটার্জি। স্থানীয় সুধীমহল ও সাংবাদিকদের উপস্থিতিতে জোট নেতৃবৃন্দ দাবীনামা ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন। কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক, ঘটনাস্থল সদর উপজেলার মির্জাপুর গ্রামের সন্তান কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান শফি ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা রণজিৎ চ্যাটার্জি।

এসময় নেতৃবৃন্দ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করে বলেন স্থানীয় যে সকল শীর্ষ সরকারি কর্মকর্তার ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে তাদের অধীনস্থ দ্বিতীয় সারির কর্মকর্তা সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত করতে পারবেন বলে আমরা মনে করি না। নেতৃবৃন্দ অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রæত কলেজে ফিরিয়ে নেয়ার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, তিন শতাধিক সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে এই ঘটনার দায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তথা সরকার এড়াতে পারে না। নেতৃবৃন্দ সরকারের বিচারহীনতা ও সাম্প্রদায়িকতা তোষনের অপকৌশলের রাজনীতির বিরুদ্ধে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহŸান জানান। এইসব ঘটনার প্রতিবাদে আগামী ০৬ জুলাই বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের কর্মসূচী ঘোষনা করেন। বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সুধীজনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, কাজী ইসমাইল হোসেন লিটন, জাসদ নেতা সাইফুজ্জামান বাদশা, কল্যান মুখার্জী প্রমুখ উপস্থিত থেকে মত বিনিময় করেন। এর আগে নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, প্রশাসনের কর্তাব্যক্তি ও আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে অধ্যক্ষকে হেনস্থার দায় সরকারকেই নিতে হবে। এদিকে, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৩০ জুন) দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামি শনিবার (২ জুলাই) নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। অপরদিকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনও শনিবার নির্ধারণ করেছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত