Monday, May 6, 2024

নড়াইল সুলতান মেলায় চিত্রাংকন প্রতিযগিতা অনুষ্ঠিত

- Advertisement -

নড়াইল সুলতান মেলায় চিত্রাংকন প্রতিযগিতা অনুষ্ঠিত এবার সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। নড়াইল প্রতিনিধি:- বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে ১৫ দিনব্যাপি সুলতান মেলা-২০২৩। এ উপলক্ষে শুক্রবার (২৬এপ্রিল) সকাল ১০ টায় নড়াইলের সুলতান মঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফত হোসেন , নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় দাস, এস, এম, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুর্খাজীসহ বিভিন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এবারের মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন গ্রামীন খেলাধুলা, চিত্র প্রদর্শনী,চিত্রাংকন প্রতিযোগিতা,শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার এবং স্থানীয় ও জেলার বাইরের শিল্পীদের পরিবেশনায় নৃত্য, কবিতা আবত্তি, সঙ্গীতানুষ্ঠান, নাটক, যাত্রাপালা, কবিগান এবং জারিগান। ১৫ এপ্রিল থেকে সুলতান মঞ্চে এ মেলা শুরু হয়েছ। এ মেলার পর্দা নামবে ২৯ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন বাংলাদশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়র ছাত্র চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। জানা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে তিনি অন্যতম ভূমিকা রাখনে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া দেশ ও বিদেশে তাঁর অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বরেণ্য শিল্পী এস.এম সুলতানের যে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সেখানে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বর্তমানে তিনি শিল্প চর্চার পাশাপাশি বাংলাদেশের শিল্প আদালনের একজন পথিকৃত। মেলার সমাপনি দিন গুণি এই চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত