সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে চোরাকারবারি আতিয়ার রহমান(৩২) কে আটক করে পুলিশ। আটক আতিয়ার রহমান যশোর জেলার শার্শা থানার দাউতখালী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক আতিয়ারকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে তল্লাশী করে স্বর্ণের বার উদ্ধার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আতিয়ারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দা লুকিয়ে রাখা ৫পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।”
তিনি আরও বলেন, “আতিয়ারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কয়েক বছর ধরে চোরাচালানের সাথে জড়িত। সে ভারত থেকে অবৈধভাবে স্বর্ণ এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”







