সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ, ৩ বোতল এলএসডি ও ৩টি ভারতীয় পাসপোর্টসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন, প্রসেনজিৎ বিশ্বাস (৩০), সাধন ঢালী (৩৫) ও দিপংকর কর্মকার (৩৫)। তারা প্রত্যেকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত এলাকায় তিন ভারতীয় নাগরিক নিষিদ্ধ মাদক দ্রব্যসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, ৩ বোতল এলএসডি ও ৩টি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। এঘটনায় আটককৃত ভারতীয় তিন নাগরিকদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা ভারত থেকে মাদক দ্রব্য এনে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হবে।







