Saturday, December 6, 2025

নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে কলারোয়ায় যুবক নিহত

কলারোয়ায় নারকেল গাছ পরিস্কার করার সময় পড়ে গিয়ে উজ্জাল বিশ্বাস(৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের স্বজন আনিছ বিশ্বাস জানান, গত শুক্রবার সকালে বাড়ির পাশে নারকেল গাছ পরিস্কার করার জন্য গাছে ওঠেন। এ সময় পরিস্কারের এক পর্যায়ে তিনি গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে উজ্জল বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন জানান, গাছ থেকে উজ্জল বিশ্বাসের পায়ে, বুকে ও মাথায় মারাত্মক আঘাত লাগার কারনে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত উজ্জল বিশ্বাস কলারোয়ার যুগীখালী গ্রামের সানোয়ারুল বিশ্বাসের ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর