Saturday, December 6, 2025

সাতক্ষীরায় ট্রাক-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় শিমুল গাজী নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে যশোর-ট ১১৩৫৪০ নম্বরের একটি চলন্ত ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে উক্ত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি র‍্যালি যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চলছিল। এতে পিছন দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ভ্যান চালক শিমুল ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ ও স্থানীয়রা শিমুলকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত দেবহাটা থানার এসআই সেলিম রেজা গাজী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর