Friday, December 5, 2025

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে ভারত নিজেদের তৃতীয় ম্যাচে আফগানদের দেওয়া ২৭২ রান তাড়া করতে নেমে একপ্রান্তে চার-ছক্কার ঝড় তুলেছেন অধিনায়ক রোহিত শর্মা।মাত্র ২৯ বলে ৭টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক। তার আগে ১৭ রান করে হয়েছেন ভারতের পক্ষে বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের মালিক। এর মধ্য দিয়ে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। যিনি বিশ্বকাপে ২০ ইনিংসে পূর্ণ করেন ১ হাজার রান। রোহিতের উপরে আছেন সমান ১৯ ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার।এখানেই শেষ নয়, রোহিত ভেঙেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ডও। ইনিংসের অষ্টম অভারের পঞ্চম বলে নাভিন উল হককে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেন উইন্ডিজ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৫৫৩ ছক্কা হাঁকিয়ে এতদিন এক নম্বরে ছিলেন ক্রিস গেইল। তালিকায় এখন তিন নম্বরে রয়েছেন ৪৭৬ ছক্কার মালিক শহীদ আফ্রিদি। চার নম্বরে ৩৯৮ ছক্কা নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম ও পাঁচে ৩৮৩ ছক্কা নিয়ে মার্টিন গাপটিল।

ডেস্ক রিপোর্ট/জয়-১৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর