Friday, December 5, 2025

মেসিদের দুর্দান্ত জয়: ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

দুই ম্যাচে দুটি ট্রফির সামনে দাঁড়িয়ে ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর মধ্যে প্রথমটি ইতোমধ্যেই নিশ্চিত করেছে তারা। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। একই সঙ্গে জায়গা করে নিয়েছে এমএলএস কাপের ফাইনালে।

রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচে উভয় দল আক্রমণাত্মক খেললেও একের পর এক গোল করে ব্যবধান গড়ে নেয় স্বাগতিকরা। গোল না পেলেও একটি নিখুঁত অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। মায়ামির হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। পাশাপাশি মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল যোগ করেন স্কোরশিটে।

বার্সেলোনা থেকে শুরু করে ইন্টার মায়ামি—দীর্ঘ সময় মেসির সঙ্গে খেলেছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে এই জুটির অধ্যায় শেষ হতে চলেছে। মৌসুমের মাঝেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দুই স্প্যানিশ তারকা। এমএলএস কাপের ফাইনালই হবে তাদের মেসি-সুয়ারেজদের সঙ্গে শেষ ম্যাচ। ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে সানদিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনাল থেকে।

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করেন আলেন্দে। আট মিনিট পর আলবার দুর্দান্ত ক্রসে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ৩৭ মিনিটে জাস্টিন হাক হেডে গোল করে ব্যবধান কমান। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। মেসির অ্যাসিস্টে ৬৭ মিনিটে গোল করেন সিলভেট্টি—এটি মেসির ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট, যা নতুন রেকর্ড। ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে হ্যাটট্রিক গোল করে বড় জয় নিশ্চিত করেন আলেন্দে।

মেসি যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির স্বপ্নযাত্রা চলছে। এর আগে পাঁচ মৌসুমেও এত দূর আসতে পারেনি ইন্টার মায়ামি। ২০২৩ সালে লিগস কাপ জয় এবং পরের বছর এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জয়ের পর এবার তারা আরও একবার ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর