Friday, December 5, 2025

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়ন দুর্দান্ত জয়ে ফাইনালে

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তিন বিদেশি খেলোয়াড় — সিদ্দিক, জুনিয়র বুয়েটিং ও বেইলজামার গোলের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে উপশহর ইউনিয়ন। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এ ম্যাচে উপশহর ইউনিয়ন ৩-০ গোলে কাশিমপুর ইউনিয়নকে পরাজিত করে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় উপশহর। বিপরীতে কাশিমপুর ইউনিয়নের খেলোয়াড়রা নিজেদের ছন্দে ফিরতে ব্যর্থ হয়। প্রথমার্ধের ২৫তম মিনিটে সিফাতের নিখুঁত ক্রস থেকে বিদেশি খেলোয়াড় জুনিয়র বুয়েটিং গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। গোলের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পশ্চাৎ গ্যালারিতে থাকা উপশহরের সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল ফেরানোর চেষ্টা চালায় কাশিমপুর ইউনিয়ন। খেলার ৪৩ মিনিটে ডান প্রান্ত থেকে মিলন হোসেনের নেওয়া জোরালো শট সামান্য উপরে দিয়ে বাইরে চলে যায়। এক মিনিট পরই উপশহরের বিদেশি খেলোয়াড় বেইলজামার শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ৫৭ মিনিটে আর ভুল করেননি বেইলজামা। তাঁর নিখুঁত শটে উপশহর পায় দ্বিতীয় গোল। এরপর খেলার ৬৩ মিনিটে দলের আরেক বিদেশি খেলোয়াড় সিদ্দিক গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই উপশহর ইউনিয়ন নিশ্চিত করে তাদের ফাইনাল।

ম্যাচটি উপভোগ করতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনের ধানশীষ প্রতীকের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপশহরের প্রথম গোলদাতা জুনিয়র বুয়েটিং। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ এবং ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো।

আজ শুক্রবার একই ভেন্যুতে দুপুর আড়াই টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চুড়মনকাটি ইউনিয়ন বনাম নওয়াপাড়া ইউনিয়নের মধ্যে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর