Friday, December 5, 2025

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নওয়াপাড়া ইউনিয়নের দাপুটে জয়

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন ৩–০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা চুড়ামনকাটি ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে সুমন দুটি এবং বাপ্পি একটি গোল করেন।

ম্যাচের শুরু থেকেই দুই দল বল দখলের লড়াইয়ে প্রতিযোগিতা গড়ে তোলে। তবে আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় প্রথমার্ধে উভয় দলের খেলা মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল। প্রথমার্ধের ১৬ মিনিটে কর্নার কিক থেকে বাপ্পির শট হেড করে জালে পাঠান সুমন। এ সময় চুড়ামনকাটির গোলরক্ষক ইমন হোসেন কিছুটা ভুল করে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসায় বল তার নাগালের বাইরে চলে যায়। ১–০ তে এগিয়ে থেকেই নওয়াপাড়া বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে নওয়াপাড়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি হলেও বল পোস্টে লেগে ফিরে আসে। এরপরও চুড়ামনকাটির গোলরক্ষক ইমন হোসেন একাধিক আক্রমণ ঠেকিয়ে দলকে রক্ষা করেন।

তবে খেলার ৪৫ মিনিটে সুমনের শক্তিশালী শট সরাসরি জালে জড়িয়ে যায়। আর ৫১ মিনিটে বাপ্পির গোল নওয়াপাড়াকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে লিড ধরে রেখে নওয়াপাড়া ইউনিয়ন সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে।

ম্যাচসেরা নির্বাচিত হন নওয়াপাড়ার জোড়া গোলদাতা সুমন। তার হাতে পুরস্কার তুলে দেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুর বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

আগামীকাল রোববার একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দল—নওয়াপাড়া ইউনিয়ন ও উপশহর ইউনিয়ন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর