Saturday, December 6, 2025

সাতক্ষীরা সীমান্তে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে করে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৩১ পিস স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করে বৈকারী বিওপির একটি দল।
আটক চোরাকারবারীরা হলেন, বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৬ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আর কে-০২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর