Saturday, December 6, 2025

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু,৩জন গুরুতর আহত

কেশবপুর প্রতিনিধি ঃ কেশবপুর- যশোর ভায়া চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোল এলাকার গোলাঘাটা মোড়ের নিকট ২১ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় কেশবপুর উপজেলার মৃত খেজের মুন্সির ছেলে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় মোটর সাইকেল আরোহী আরও ৩ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের জামাল হোসেন (৪৫), আব্দুল আলিম (৫০) ও রবিউল ইসলাম (৪৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলতাপোল এলাকায়উক্ত সড়কে চুকনগর দিক থেকে ছেড়ে আসা দ্রæতগতির মাইক্রোবাস একটি মোটর সাইকেলের পিছনে ধাক্কা দিলে আরোহী ৩ ব্যক্তি সড়কের উপর ছিটকে পড়ে। মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালানোর সময় সামনে থাকা এক বাইসাইকেল আরোহী কৃষক আব্দুল কুদ্দুসকে ও ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে রক্তাক্ত জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে যান। মোটরসাইকেল আরোহী আহত রবিউল ইসলাম বলেন, খুলনা জেলার কয়রা থানা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে চুকনগর-যশোর সড়ক দিয়ে নিজেদের বাড়ি (ঝিকরগাছায়) ফিরছিলেন। পথিমধ্যে কেশবপুরের আলতাপোলে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তারা আহত হন। বর্তমানে মোটরসাইকেল চালক আব্দুল আলিম খুলনায় ও আরোহী জামাল হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়াআহত রবিউল ইসলাম চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সোমবার রাতে ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস মারা গেছেন। কেশবপুর পৌরসভার কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ বলেন, কৃষক আব্দুল কুদ্দুস রাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হলে কেশবপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘এ ঘটনার সময়ই মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি বলেও তিনি সাংবাদিকদের জানান।

নিউজ ডেস্ক/জয় ৪

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর