যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় খোলা অবস্থায় জিলাপি বিক্রির অপরাধে ৩ দোকানিকে অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমের নেতৃত্বে একটি টিম দড়াটানার ৩টি শাহী জিলাপির দোকানে অভিযান চালান। এ সময় তিনি রাস্তার পাশে প্রকাশ্যে খোলা অবস্থায় জিলাপি বিক্রির অপরাধে ওই ৩ দোকানের মালিককে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এরা হলেন, হাসান শাহী জিলাপির মালিক আফসার মোল্যা, মায়ের দোয়া শাহী জিলাপি শাহরিয়ার ও মাহাবুব স্টোরের মালিক আলী হোসেন। অর্থদন্ডের পাশাপাশি তাদেরকে খোলা অবস্থায় জিলাপি বিক্রি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
রাতদিন সংবাদ







