Saturday, December 6, 2025

বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের শরণখোলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাপিয়া আক্তার (৩৮) নামের এক নারী ও তার মেয়ে ছাওদা জেনিকে (৬) হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে, কী কারণে এবং কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।শুক্রবার(১১ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে।  নিহত পাপিয়া আক্তার ও ছাওদা জেনি উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে মা-মেয়ে দুই জনই গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় শিশু ছাওদা জেনিকে তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে নেওয়া হয়। সেখানেই সে মারা যায়। পাপিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয়রা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৯টার দিকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

বাগেরহাট প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর