Saturday, December 6, 2025

হয় পুরোটা হও, না হয় চলে যাও বনলতা!

প্রিয় বনলতা, আজকাল সময় ভালো যাচ্ছেনা।দিন দিন সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার দিকে হেটে যাচ্ছে। মাঝরাতে বুকের ভেতর শূন্যতা অনুভব হয় !তুমি বলেছো ,আমার জন্য তোমার হৃদপিন্ডে একটা গোপন আবেগের জায়গা আছে। আমি আজকাল সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিনা !গোপন আবেগের জায়গাটায় ভালোবাসা না থাকলে আমার দমবন্ধ লাগে। ঠিকঠাক শ্বাস নিতে পারিনা। অস্থিরতা বেড়ে চলে একটা গন্তব্যহীন ট্রেনের গতির মতো।
আচ্ছা,
তোমার সেই প্রেমিকের খবর কি এখন? ওই যে তোমার ক্লাসমেটের কথা বলছি।যার জন্য তোমার সমস্ত ঘুম ইনসোমনিয়া হয়ে উঠেছিল। আমার সাথে কথা বলার সময় তুমি যে ছেলেটার কথা বারবার বলে ফেলতে। জাস্ট ফ্রেন্ড নামে সেই বয় ফ্রেন্ড।
সেই সৌভাগ্যবান ছেলেটা এখন কেমন আছে ?
তোমার মনে আছে?
একসময় আমরা সারাদিন একজন অন্যজনের সাথে কথা বলতাম। খোঁজ খবর নিতাম। একজন অন্যজনের যত্ন নিতাম।
তোমার একটু অনুপস্থিতিতে আমার কি ভীষণ দুঃশ্চিন্তা হতো। তুমি জানতে , আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না।
তবুও, কি এক আশ্চর্য কারণে তোমাকে খুব কাছের মানুষ লাগে।
আমি জানতাম,
আমি তোমার অভ্যাস, আর সেই ক্লাসমেট ছেলেটাই প্রেম। আমি টের পেতাম, একদিন তুমি তার কাছেই ফিরে যাবে।
আমি একটা শ্যাওলার মতো ভেসে বেড়াবো এপার থেকে ওপারে।
দিনশেষে সব পাখিই তার আপন নীড়ে ফিরে যায়।
আমি এবং সে , সব মিলিয়ে দুজন মানুষ তোমার।
আমার শুধু তুমি।
ভালোবাসা ভাগ করে আমি নিতে পারিনা। আমার পুরোটাই চাই। সম্পূর্ণ তোমাকে চাই। শরীর মন সব চাই। সব মানে সব। একটুও বাকি থাকবে না। আমি কেমন আছি জানতে চাইলে , এবার বলে দিতাম ” ভালো নেই বনলতা, একদম ভালো নেই।হয় পুরোটা হও, নাহয় চলে যাও বনলতা।

সোহাগ হোসেন 

অতিথি লেখক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর