কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ কপিলমুনিতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন মারাত্মক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কপিলমুনি ফাঁড়ী পুলিশ মৃতদেহ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করছে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ০৫-০০৫৫) কপিলমুনির কাশিমনগর মহাশ্মশান এলাকায় ২ টি যাত্রীবাহী ভ্যানকে ধাকা দেয়, একটি ভ্যান একেবারেই ভেঙ্গেুচুরে গুড়িয়ে যায়। এসময় ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে তালা থানার গংগারামপুর গ্রামের দলিল উদ্দীন খানের স্ত্রী শাহিদা বেগম (৬০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া ৪ জন মারত্মক আহত হন, আহতরা হলেন, পাইকগাছার হরিঢালী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সজিব ইসলাম (২৫)। জালালপুর গ্রামের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম (২১), গংগারামপুর গ্রামের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০) ও নলতা গ্রামের করিম খানের ছেলে মেহেদী হাসান (২০)। আহতদের প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব ইসলাম মারা যান।
এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।’
আর কে-০৩







