Saturday, December 6, 2025

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে সিরামিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টা ৫ মিনিটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিসমিল্লাহ টাওয়ারের পাশের ৫ তলা ভবনে সিরামিকের গোডাউনে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর