Saturday, December 6, 2025

ঈদে অতিরিক্ত ভাড়া নিলে নেয়া হবে আইনি ব্যবস্থা

রাতদিন ডেস্কঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেছেন, ঈদে অতিরিক্ত ভাড়া নিলে নেয়া হবে ব্যবস্থা।

সোমবার (১০ এপ্রিল) অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পরিবহন মালিকবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন ক্ষাতে অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। কিন্তু ঈদে বিশেষ কিছু সেক্টরে যেমন কসমেটিকস ও পোষাকের ক্রয়-বিক্রয় এবং পরিবহনে যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় এই সকল সেক্টর যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে নজর রাখা হবে।

তিনি আরো বলেন, ঈদে যদি কেউ নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয় বা মূল্য তালিকা প্রদর্শন না করেন তাহলে অধিদপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবহন ক্ষাতে সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সেইসাথে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ঈদে যেন কোন ভাবেই অতিরিক্ত ভাড়া নেয়া না হয়। সেই সাথে যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাঁদের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে এবং আমরা সবদিক দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করবো।

সভায় বিআরটিএ’র প্রতিনিধি জানান, ঈদের ৩ দিন আগে থেকে ঈদের ৩দিন পর পর্যন্ত দেশের ৩টি টার্মিনালে সার্ভিলেন্স টিম থাকবে। পরিবহন সংক্রান্ত যেকোন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হবে।

সভায় বেশি মূল্যে টিকেট বিক্রয়, গাড়ি ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন, টিকেট সংরক্ষণ না করা, এসি গাড়ির ভাড়া নেওয়ার শর্তে সার্বক্ষণিক এসি সরবরাহ না করা, যাত্রীদের সাথে অসৌজন্যতা ও অসহযোগিতামূলক আচরণ করা, অদক্ষ চালক সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকগণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি, ডিজিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সহ প্রমুখ।

এমএইচ-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর