নিজস্ব প্রতিনিধি: যশোরের ছাতিয়ান তলা প্রি ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ খায়েরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দরাজ হাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক, পদ্দলঙ্ক,বিয়ার বি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, স্বপন অধিকারী মোঃ টিপু সুলতান,ইমদাদুল,ইসলাম, মোঃ সবুজ হোসেন, আসমোত হোসেন,বন্যা ইসলাম,,তন্না, সুনালি, সহ স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দু।
এ সময় প্রধান অতিথি কৃতকার্য ছাত্র ছাত্রী দের হাতে পুরষ্কার তুলে দেন। এ বছর ৪র্থ শ্রেণীর ছাত্রী কানিজ ফাতিমা তহুরা (পাখি)ফুল মার্ক (৬৫০) এর মধ্যে ৬৫০ পেয়ে ৫র্ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে।
কানিজ ফাতিমা তহুরা (পাখি) জাগরণী টেলিভিশনের ও জাতীয় দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম এর এক মাত্র কন্যা।







