Saturday, December 6, 2025

কালীগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা ব্রীজ সংলগ্ন বিসমিল্লাাহ ইঞ্জিনিয়ারিং গ্যারেজে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্ঠানে পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় আড়াই লক্ষ নগদ  টাকা নিয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ওই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের মালিক আবু হোসেন জানান, ওই মার্কেটের নাইট গার্ড ঝন্টু মিয়া রাতে ডিউটি করতে এসে দেখে তার দোকানের পেছনের জানালা ভাঙ্গা। তাৎক্ষনিক সে ফোনে বিষয়টি আমাকে জানালে ছোটো ভাই জমির আলীকে দোকানে পাঠায়। সে গ্যারেজে গিয়ে দেখে পেছনের জানালা ও দোকানের ড্রয়্যারের তালা ভাঙা। দোকানের খাটের উপর কিছু টাকা,  একটি শাবল, একটি লোহা কাটা সেনি ও একটি হাতুড়ি পড়ে রয়েছে। চোরেরা দোকানের ক্যাশ ভেঙ্গে প্রায় আড়াই লাখ টাকা নিয়ে গেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতেও উপজেলার রায়গ্রামে মাধ্যমিক স্কুল ও বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ৩ জন এস আইকে পাঠিয়েছি। তারা তদন্ত করছে। তবে, চুরির পর প্রতিষ্টানের মধ্যেই বেশ কিছু টাকা পড়েছিল। তাই, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর