মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জে মটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার
কাদিরকোল গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। সোমবার সকাল ৬ টার দিকে কালীগঞ্জ – গান্না সড়কের আলাইপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত অপরজন মটরসাইকেল চালক জাহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করা
হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, সকালে প্রচন্ড কুয়াশা ছিল। এরমধ্যেই জাহিদ হোসেন ও নুরুল ইসলাম মটরসাইকেলে কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথে আলাইপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুত্বর আহত নুর
ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







