Saturday, December 6, 2025

কালীগঞ্জে মটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জে মটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার
কাদিরকোল গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। সোমবার সকাল ৬ টার দিকে কালীগঞ্জ – গান্না সড়কের আলাইপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।  দূর্ঘটনায় গুরুতর আহত অপরজন মটরসাইকেল চালক জাহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করা
হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, সকালে প্রচন্ড কুয়াশা ছিল। এরমধ্যেই জাহিদ  হোসেন ও নুরুল ইসলাম মটরসাইকেলে কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথে আলাইপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুত্বর আহত নুর
ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর