Saturday, December 6, 2025

ঝিনাইদহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ ০৯ ডিসেম্বরঃ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ককটেল হামলার ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জেলায় অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি এ হামলা চালিয়েছে বলে ধারণা তাদের।
শুক্রবার রাত দেড় টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ৪ টি বোমা বিস্ফোরণ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর