মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহঃ না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের সকলের প্রিয়মুখ ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক সদা হাস্যোজ্জ্বল লুৎফর রহমান লাড্ডু (৬৮)। তিনি কালীগঞ্জ পৌরশহরের গোরস্থানপাড়া এলাকার মৃত শওকত আলী মাষ্টারের ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে মিজানুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। লুৎফর রহমান লাড্ডু কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলে সিডি এ পদে দীর্ঘদিন চাকুরি করেছেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন ।
এদিকে, তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কালিগঞ্জ জুড়ে। তিনি সবসময় সাধারণ জীবনযাপন করতেন। তিনি যে কাউকে বন্ধুর মতো কাছে টেনে নিতেন। তিনি সারাজীবন ক্রীড়াঙ্গনের সাথে মিশে থেকেছেন। তার মৃত্যুর খবর শুনে বাড়িতে হাজির হচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কেউ কেউ নিজেদের ফেসবুকে শোক প্রকাশ করে বিবৃতি দিচ্ছেন। লিখছেন ‘‘এমন মানুষ আমরা হারালাম যার অভাব পূরণ সম্ভব নয়’’।







