Saturday, December 6, 2025

ঝিনাইদহে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঝিনাইদহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের মাঠ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলে- রমজান হোসেন রুজিব (২০) ও মুক্তা খাতুন (১৮)। দুই মাস আগে প্রেমের সম্পর্ক করে তারা বিয়ে করেন।
স্থানীয়রা জানান, সকালে রমজান ও মুক্তার ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। দুই মাস আগে তারা বিয়ে করেন। কিন্তু মুক্তার পরিবার এ বিয়ে মেনে নেয়নি।
বৃহস্পতিবার মুক্তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। ধারণা করা হচ্ছে সে কারণেই তারা আত্মহত্যা করেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর