Wednesday, April 30, 2025

কিংবদন্তি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেনের মৃত্যু

বাঁচানো গেলো না কিংবদন্তি গিটারিস্ট ও জনপ্রিয় ‘ভ্যান হ্যালেন’ রক ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা এডি ভ্যান হ্যালেনকে।
৬৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ক্যান্সারের সঙ্গে লড়াই করে। দীর্ঘদিন গলার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে উলফ ভ্যান হ্যালেন।
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তারকার মৃত্যুর খবরটি দিয়ে তার ছেলে উলফ ভ্যান হ্যালেন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না আমাকে এটি লিখতে হচ্ছে, আমার বাবা এডওয়ার্ড লোডেভিজক ভ্যান হ্যালেন দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে মারা গেছেন।তিনি ছিলেন একজন সেরা বাবা। স্টেজ ও স্টেজের বাইরে তার সঙ্গে কাটানো সময়গুলো ছিল আমার জন্য শ্রেষ্ঠ উপহার। আমার হৃদয় ভেঙে গেছে এবং এই ক্ষতি কখনো পূরণ হবার নয়।২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন।এছাড়া পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ ও ‘থ্রিলার’ গানে গিটার বাজিয়েছেন তিনি। দুই হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিংয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর