Saturday, December 6, 2025

কালীগঞ্জে দৈনিক মানবকন্ঠের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: উন্নয়ন ও আলোর পথযাত্রায় ১০ বছর এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রিয়াজ মোল্লার আয়োজনে দৈনিক মানবকন্ঠের কালীগঞ্জ অফিসে মঙ্গলবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, দৈনিক সময়ের খবর পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হাবিব ওসমান, দৈনিক ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাহমুদ, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ, ৭১টিভির প্রতিনিধি মিশন আলীসহ আরিফ মোল্লা, ফিরোজ আহমেদ, মানিক ঘোষ,আশিকুর রহমান সোহাগ, মামুন হোসেন, ফরহাদ হোসেন, সাইদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, মানবকন্ঠ সত্যিই গনমানুষের পত্রিকা এবং এই পত্রিকায় গণমানুষের কথা তুলে ধরা হয়। আগামীতে আরো ভাল ভালো নিউজ এই পত্রিকায় প্রকাশিত হবে সেই প্রত্যাশা করেন এবং মানবকন্ঠের জন্য শুভেচ্ছা জানান। আলোচনা শেষে কেক কাটা হয়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর