মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের উজলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। মামলার পর মহেশপুর থানা পুলিশ এ তদন্ত শুরু করে। এদিকে আবারো হামলা ও মারধর আতংকে বাড়িছাড়া কয়েকটি পরিবার।
ভুক্তভোগীরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের বর্তমান মেম্বর মিলন ও সাবেক মেম্বর মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বর্তমান মেম্বর মিলনের অনুসারীদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় রানাসহ ৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করলে আদালত মহেশপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলে।
আদালতের নির্দেশে মহেশপুর থানার এসআই আসাদ তদন্ত শুরু করেছে। এদিকে আবারো হামলা আতংকে বাড়িছাড়া কয়েকটি পরিবার। সঠিক তদন্ত ও সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের আইনের আওতাই আনার দাবী ভুক্তভোগীদের।







