Saturday, December 6, 2025

ঝিনাইদহে মোটরসাইকেল উল্টে প্রাণ গেলো স্কুলছাত্রের

ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে খালিশপুর তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মিলন মিয়ার ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সকালে মিলন হোসেন সকালে মোটরসাইকেলযোগে খালিশপুর যাচ্ছিলেন। পথে খালিশপুর তেলপাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিখন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর