হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে সনদপত্র বিতরণ করে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা।
আর কে-০২







