মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জের সাবেক ইউপি সদস্য কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম মন্ডল (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না…….. রাজেউন)। ষ্টোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে মারা যান। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজাদ রহমানের চাচা ও ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র ডাঃ বাহারুল ইসলামের পিতা । সোমবার দুপুর ২ টায় নিজ গ্রাম চাপালী ঈদগা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমজাদ হোসেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মরহুমের মৃত্যুুর খবর শুনে সকালে তাকে একনজর দেখতে যান ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পরে দুপুরে জানাজা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মী সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন। তার মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।







