হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে প্রতিবেশীকে দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে ফাসানোর চেষ্টাকালে র্যাবের হাতে আটক হয়েছে সজল (২২) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদরের বড়বাড়ি গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত (২১ জুলাই-২২) বৃহঃবার ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ জেলার সদর উপজেলার শ্যামনগর গ্রাম এলাকায় এক ব্যক্তি মাদক বেচাকেনা করার উদ্যেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দলটি একই দিন রাত সাড়ে ১১টার সময় অভিযান চালিয়ে সজলকে আটক আটক করা হয়।
আটককৃত সজল র্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বিকার করে যে, তার প্রতিবেশী সুমনের সহিত দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আসামী তার প্রতিবেশীকে আগ্নেয়াস্ত্র দ্বারা ফাঁসানোর জন্য এক দৃঢ় পরিকল্পনা করে । তারই ফলশ্রুতিতে আসামী সজল তারই প্রতিবেশী সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র্যাবের হাতে আটক হয়। এ সময় তার নিকট থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।
আর কে-০১







