Friday, December 5, 2025

লোহাগড়ায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দির পরিদর্শন করলেন মন্রী ,এমপি ও বামদল নেতৃবৃন্দ

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দিঘলিয়ার সাহাপাড়ার কলেজছাত্রের ফেসবুকে কুটুক্তির অভিযোগে সহিংসতায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ্ বাড়িঘর,দোকান ও মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী,এমপি ও বাম জোটের নেতৃবৃন্দ। পরে লোহাগড়া উপজেলা হলরুমে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কপিলমুনিতে প্রতিপক্ষের মিথ্যা মামলায় দিশেহারা এক দিনমজুর পরিবারআজ মঙ্গলবার(১৯ জুলাই) সকালে উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ(সঃ)কে কুটুক্তির অভিযোগে সহিংসতায় হিন্দু সম্প্রায়ের ক্ষতিগ্রস্থ্য বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেন, বাম গনতান্ত্রিক জোটের সমন্নয়ক আব্দুস সাত্তার, সিপিব ‘র সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কয়াস পার্টি(মার্কসবাদী ‘র সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ, শফিউর রহমান (বাসদ), সীমা দত্ত(বাসদ মার্কসবাদী)।

এদিকে,আজ দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন এমপি, স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ’র হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি , শ্রী বিরেন শিকদার এমপি, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মাশরাফি বিন মর্তুজা এমপি,পঙ্কজ দেবনাথ এমপি, সুব্রত পাল ভাইচ চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আ‘লীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খাঁন নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আঃ হান্নান রুনু, লোহাগড়া আ‘লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, দিঘলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সরদার অহিদুর রহমান ও উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুুজ্জামান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা -উপজেলা আ‘লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরে বিকালে লোহাগড়া উপজেলা হলরুমে জেলা প্রশাসক হাবিবুর রহমানের ব্যাবস্থাপনায় মন্ত্রী মহোদয়,এমপি মহোদয়,আ‘লীগের নেতৃবৃন্দের ও প্রশাসনের সমন্নয়ে উপজেলার ইমাম পরিষদসহ বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আইন হাতে তুলে নেয়া যাবেনা। সাহাপাড়ায় যা ঘটেছে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার(১৫ জুলাই) লোহাগড়ার দিঘলিয়ার সাহাপাড়ায় কলেজ ছাত্ত্রের  ফেসবুকে মহনবী হযরত মুহাম্মাদ(সঃ)কে কুটুক্তি করার ঘটনায় বিক্ষুদ্ধ জনতা আকাশ সাহাকে আটক ও বিচারের দাবীতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে। বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে গোবিন্দ সাহা, তরুন সাহাসহ ৫/৬ টি বাড়িঘর, মন্দির ও দোকান ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

এদিকে মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কুটুক্তির অভিযোগে দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দিন কচি বাদি হয়ে ১৬ জুলাই আকাশ সাহাকে(২০)কে আসামী করে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা সৃষ্টির অপরাধ’ সংক্রান্ত মামলা দায়ের করেন। ওই দিন রাতেই ১৬ জুলাই পুলিশ খুলনা থেকে আকাশ সাহাকে আটক করে জেল হাজতে প্রেরন করে।

অন্যদিকে সাহাপাড়ার বাড়িঘর,দোকান ও মন্দিরে হামলার ঘটনায় ১৭ জুলাই ২০০ তেকে ২৫০ জনকে আসামী করে থানায় মামলা করেন লোহাগড়া থানার এসআই মাকফুর রহমান। সহিংসতার ঘটনায় মামলার ৫ জন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ আবু হেনা মিলন বলেন, দিঘলিয়া সাহাপাড়ায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকা এখন শান্ত আছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর