Saturday, December 6, 2025

মোংলায় খেজুর গাছ থেকে গলায় ফাঁস দেয়া বৃদ্ধের লাশ উদ্ধার

মাসুদ রানা,মোংলাঃ  মোংলায় গলায়  ফাঁস দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। রবিবার  সকাল ১০ টার সময় মোংলা থানাধীন চেকপোস্ট পাওয়ার হাউজ এর মাঝামাঝি মোংলা-দিগরাজ গামী মহাসড়কের পাশে একটি খেজুর গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ বছরের হতে পারে। এ সড়ক দিয়ে কয়েকজন যাওয়ার সময় দেখে স্থানীয় লোকজনদের সংবাদ দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতা নিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায় কাপড় পেঁচানো রয়েছে। পাওয়ার হাউজ এলাকার স্থানিয়রা বলেন, আমরা সকালে খেজুর গাছের সাথে লাশটি ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইমলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । এ রির্পোট পাঠানো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।

এস-২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর