হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে র্যাবের অভিযানে একাধিক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডের পলাতক আসামী ফারুক হোসেন গাজী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব সূত্রে জানা গেছে (১ জুলাই) রাত সাড়ে ৮টার সময় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনায় একাধিক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডের ২টি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদে দলটি শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামী ফারুক গাজী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাকলা গ্রামের মনসুর কাজের ছেলে। আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
আর কে-১৪







